করোনায় আক্রান্ত হয়ে গাজীপুরে আরও এক সাংবাদিকের মৃত্যু
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন দৈনিক লাখো কণ্ঠ গাজীপুর প্রতিনিধি গাজীপুর জেলা রির্পোটার ক্মোলাবের সভাপতি. রোমান শাহ আলম।তিনি গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ছিলেন।
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেন জানান, গত ৩১ মার্চ জ্বর ও ঠান্ডার লক্ষণ নিয়ে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। পহেলা এপ্রিল বিকালে তার নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে। ওই রাতেই তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
তার স্ত্রী ও দুই মেয়ে আছেন। তারা গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় বসবাস করতেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন।